শিমুল মেমোরিয়াল নর্থ সাউথে
স্বাগতম স্বাগতম
ভবিষ্যতের স্বগ্ন গাঁথা
শিক্ষাই যার মর্ম কথা
শুরু হবে পথ চলা তাই
এই ঠিকানায় ।।
পুঁথিতেই থেমে নেই জ্ঞানের সীমা
বিস্তৃত যে তার ঠিকানা
খেলাধুলা, বিতর্ক সঙ্গীত, নৃত্য
মিশে আছে আমাদের পদচারনায় ।।
বিশ্বায়নের পথে আমরা করবো জয়
শিক্ষার মান নিয়ে নেই সংশয়
সফল হবো নিশ্চয়ই ।
প্রতিটি শিশুই মেধার আধার
চর্চা দেবে তারই প্রসার
একটি সুস্থ্ জাতি সুপ্ত
সঠিক দিক নির্দেশনায় ।।
সঙ্গীত রচয়িতাঃ নাজমা রহমান
সুর ও সঙ্গীতায়জনেঃ শেখ বদিউজ্জামান